সংবাদদাতা, কাকদ্বীপ: আজ, বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সব রাস্তায় চলাচল করবে বেসরকারি বাস ও মিনিবাস। দক্ষিণ ২৪ পরগনা জয়েন্ট কমিটি অব বাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেসরকারি বাস ও মিনিবাস প্রত্যাহারের কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার এই জেলার বহু রাস্তায় কোনও বেসরকারি বাস চলাচল করেনি। এর ফলে যাত্রীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। সরকারি বাস চলাচল করলেও, তাতে ঠাসা ভিড় ছিল।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জয়েন্ট কমিটি অব বাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন দিনব্যাপী বেসরকারি বাস ও মিনিবাস প্রত্যাহারের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকের পর এই কর্মসূচি বাতিল করেন। এসডি ৫০ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক বিদেশরঞ্জন মাইতি বলেন, অ্যাসোসিয়েশনের দাবি মেনে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিছুদিন সময় চেয়ে নেওয়া হয়েছে। সেই কারণে বুধবার থেকে আবারও বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি অনুযায়ী পদক্ষেপ না নেওয়া হলে, বৃহত্তর আন্দোলনে নামা হবে।