৩ দশক সংস্কার হয়নি পাখিমারা ও পদ্মা খাল, জল যন্ত্রণা ভাটপাড়া, কাউগাছিতে
বর্তমান | ৩০ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নিকাশি খাল সংস্কার না হওয়ায় জগদ্দলের কাউগাছি, পানপুর, কেউটিয়ার মতো বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। তীব্র দুর্ভোগে পড়েছে ওইসব এলাকার মানুষ। তবে শুধু ওই এলাকাগুলি নয়, ভাটপাড়া পুরসভার ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাও জল-যন্ত্রণায় ভুগছে। চাষের জমি সহ কমবেশি সাড়ে তিনশো ভেরিও বর্ষার জলে ডুবে রয়েছে। ভাটপাড়া পুরসভার ওই ওয়ার্ডগুলি এবং পানপুর-কেউটিয়া, কাউগাছি ১ ও ২ পঞ্চায়েতের নিকাশির জল পাখিমারা ও পদ্মা খালের মাধ্যমে বর্তির বিলে পরে। সেখান থেকে নীলগঞ্জ ও ইছাপুর খালের মাধ্যমে নিষ্কাশিত হয়। কিন্তু প্রায় বত্রিশ বছর পাখিমারা ও পদ্মা খাল সংস্কার হয়নি। তাই প্রতিবছর জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে ভাটপাড়া পুরসভা সহ দুটি পঞ্চায়েতের বাসিন্দাদের।
এই সমস্যা মেটাতে শুরু হল পাখিমারা ও পদ্মা খাল সংস্কারের কাজ। মাস খানেকের মধ্যে এই কাজ শেষ হবে। একটির জন্য খরচ হচ্ছে দেড় কোটি টাকা। আরেকটির জন্য খরচ ধরা হয়েছে ৮৫ লক্ষ টাকা। সোমবার বৃষ্টি মাথায় নিয়েই নৌকায় করে জলমগ্ন এলাকা সহ দুটি খাল সংস্কারের কাজ খতিয়ে দেখেন বিধায়ক সোমনাথ শ্যাম। ছিলেন ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরা সহ অন্যরা। সোমনাথ শ্যাম জানান, পাখিমারা খালের সাড়ে আট কিলোমিটার ও পদ্মা খালের সাড়ে চার কিলোমিটার এলাকা এক মাসের মধ্যেই সংস্কার করা হবে। আশা করি এরপর আর জল যন্ত্রণায় ভুগতে হবে না বাসিন্দাদের।