• চারটি বুথ নিয়েও শিবিরের আয়োজন, দক্ষিণ ২৪ পরগনায় আমাদের পাড়া, আমাদের সমাধান
    বর্তমান | ৩০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোথাও একটি বুথ নিয়ে, আবার কোথাও দু’টি। কোথাও আবার চারটি বুথ মিলিয়ে করা হবে ক্যাম্প। দক্ষিণ ২৪ পরগনা জেলায় একেকটি বুথের অবস্থান বুঝে আমাদের পাড়া, আমাদের সমাধানের শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক হিসেব বলছে, জেলায় প্রায় ২৫০০-এর মতো ক্যাম্প হবে। কোথায় কত ক্যাম্প হবে, ব্লকগুলি তার হিসেব করা শুরু করেছে। সুন্দরবনের দ্বীপাঞ্চল ও নদীমাতৃক এলাকার কথা মাথায় রেখে সাজানো হচ্ছে বিভিন্ন ক্যাম্প। প্রয়োজনে তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প করার কথাও ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই জেলায় সব জায়গায় সেই ফর্মুলাও কাজ করছে না বলে সামান্য হেরফের করা হয়েছে নিয়ম।

    এই জেলায় এমনিতেই সাড়ে আট হাজারের বেশি বুথ রয়েছে। এর মধ্যে ১৭০০ কিছু বেশি বুথ কলকাতা পুরসভার অন্তর্গত। ছ’টি বিধানসভার কাজ কলকাতা থেকেই হয়। তবে এই কর্মসূচির জন্য কলকাতার বুথগুলি বাদ দেওয়া হবে। ফলে সাত হাজারের সামান্য বেশি বুথ ধরে ক্যাম্প হবে দক্ষিণ ২৪ পরগনায়। সাগর, পাথরপ্রতিমা, গোসাবায় বেশ কিছু পঞ্চায়েত এলাকায় দুটি বুথ ধরে একটি ক্যাম্প করা হবে। আবার পাথরপ্রতিমার একটি জায়গায় একটি বুথে একটি ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    আধিকারিকরা বলছেন, একটি বুথ থেকে আরেকটির দূরত্ব কত, সেই অনুযায়ী ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে দূরত্ব বেশি সেখানে একটি করে বুথের ক্যাম্প করা হবে। জানা গিয়েছে, এখনও বেশ কিছু ব্লক থেকে তথ্য আসা বাকি আছে। সেটা এলেই চূড়ান্ত হয়ে যাবে ক্যাম্পের সংখ্যা। আধিকারিকদের হিসেব বলছে, বড় জেলা হওয়ায় এখানে ৭০০ কোটির বেশি টাকার কাজ হতে পারে।
  • Link to this news (বর্তমান)