• বৃষ্টিতে রাস্তায় বেরোচ্ছে কেউটে-চন্দ্রবোড়া, চিন্তা বাড়ছে নিউ টাউনে
    আনন্দবাজার | ৩০ জুলাই ২০২৫
  • প্রবল বৃষ্টিতে নিউ টাউনে চিন্তা বাড়াচ্ছে সাপের উপদ্রব। রাস্তাতেই দেখা মিলছে চন্দ্রবোড়া, কেউটে বা কালাচের। নিউ টাউন শহর ও লাগোয়া গ্রাম এলাকা— প্রায় সব জায়গা থেকে প্রতিদিনই সাপ বেরোনোর খবর আসছে বন দফতরের কাছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে রাজারহাট-নিউ টাউনের সাপ উদ্ধারকারীরা জানাচ্ছেন, বৃষ্টির জল পড়তেই চন্দ্রবোড়ার উপদ্রব বেড়েছে নিউ টাউনে।

    বিশেষত চন্দ্রবোড়ার বাচ্চা রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। মাসখানেক আগে জঙ্গল পরিষ্কারের সময়ে এক যুবক চন্দ্রবোড়ার কামড় খান। তবে সময় মতো হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসা শুরু করান। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) তরফে সম্প্রতি বন দফতরকে চিঠি দেওয়া হয়েছে, তাদের সঙ্গে যৌথ ভাবে সাপ নিয়ে সচেতনতা প্রচারের জন্য। তাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও অ্যান্টি ভেনাম-সহ সাপে কাটার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

    জলা বুজিয়ে গড়ে ওঠা নিউ টাউনের বহু জায়গাতেই চলছে নির্মাণকাজ। বিজ্ঞান মঞ্চের অধীন, নিউ টাউনের জে বি এস হলডেন কেন্দ্রের সদস্যেরা জানান, নির্মাণের কারণে বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে বলেই দু’-তিন বছর ধরে নিউ টাউনে সাপের উপদ্রব বেড়েছে। খাবারের খোঁজে সাপ লোকালয়ে ঢুকে আসছে। গৃহস্থ বাড়ি থেকে বহুতল আবাসন— সব জায়গা থেকেই সাপ ধরছেন উদ্ধারকারীরা। শহর নিউ টাউনে একটি স্কুলের নিরাপত্তাকর্মীর ঘরের কাছ থেকেও কেউটে সাপ উদ্ধার করা হয়েছে।

    জে বি এস হলডেন কেন্দ্রের সম্পাদক তাপস রায় জানান, সোমবার সন্ধ্যার পরে ইকো পার্কের কাছে এক জায়গা থেকে একটি চন্দ্রবোড়ার বাচ্চা উদ্ধার হয়। তাপস বলেন, ‘‘বৃষ্টি হতেই বিভিন্ন জায়গায় গর্ত থেকে চন্দ্রবোড়ার বাচ্চা বেরোচ্ছে। নিউ টাউনে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। শহরের দিকে চন্দ্রবোড়ার উপদ্রব বেশি। বাসিন্দাদের কাছে অনুরোধ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। বিশেষত খাবার-দাবার বাড়ির আশপাশে ফেলবেন না। ব্লিচিং ছড়িয়ে রাখুন।’’

    বছর তিনেক আগে ভিন্‌ রাজ্য থেকে নিউ টাউনে পরীক্ষা দিতে এসে রাস্তায় সাপের কামড়ে মৃত্যু হয়েছিল এক পরীক্ষার্থীর। নিউ টাউনের বিভিন্ন পার্কগুলিতে বহু মানুষ হাঁটতে যান। এমতাবস্থায় বৃষ্টির সময়ে সবাইকে সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দিচ্ছেন সাপ উদ্ধারকারীরা। নিউ টাউনের আরও একটি সমস্যা হল, অনেক জায়গাতেই ফাঁকা জমি বছরের পর বছর জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়ে থাকায় যেখানে সাপের বসবাস রয়েছে।

    জে বি এস হলডেন কেন্দ্রের সদস্যেরা জানান, মাসখানেক আগে নিউ টাউনের কদমপুকুরের কাছে একটি পার্ক থেকে উদ্ধার হয় সাড়ে চার ফুটের একটি কেউটে। ওই পার্কের মন্দিরে প্রতিদিন লোকজনের জমায়েত হয়। তাঁরা জানাচ্ছেন, নিউ টাউন-রাজারহাটে চন্দ্রবোড়া, কেউটে, সাপুরজি এলাকায় চন্দ্রবোড়া, কালাচ, বিষ্ণুপুরের দিকে গোখরো ও কেউটের বসবাস বেশি।
  • Link to this news (আনন্দবাজার)