রাষ্ট্রপতির সফর ঘিরে যান নিয়ন্ত্রণ, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও
আনন্দবাজার | ৩০ জুলাই ২০২৫
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ, বুধবার রাজ্যে আসছেন। কলকাতায় পৌঁছনোর পরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। কাল, বৃহস্পতিবার সকালে রাজভবন থেকে দিল্লি ফিরবেন। লালবাজার জানিয়েছে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে আজ ও আগামী কাল শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ জানিয়েছে, বিমানবন্দর থেকে কল্যাণী এমস হয়ে দক্ষিণেশ্বর মন্দিরে আসার কথা রাষ্ট্রপতির। সেখান থেকে তিনি রাজভবনে যেতে পারেন।
পুলিশ সূত্রের খবর, আজ বিকেল সাড়ে ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বি টি রোড, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ভূপেন বসু অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গভর্নমেন্ট প্লেস (ইস্ট) এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, হসপিটাল রোড, এ জে সি বসু উড়ালপুল, মা উড়ালপুল, ই এম বাইপাস, উল্টোডাঙা, দুর্গাপুর সেতু, ভিআইপি রোডে। পাশাপাশি, আজ সকাল ৬টা থেকে কাল, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশে ভারী পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাষ্ট্রপতি কোন পথে যাতায়াত করবেন, তা এখনও চূড়ান্ত নয়। লালবাজার জানিয়েছে, কোনও রাস্তা বন্ধ থাকলে বিকল্প রাস্তায় যাতে গাড়ি চলাচল করতে পারে, সেই নির্দেশ ট্র্যাফিক পুলিশের আধিকারিকদের দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি এই প্রথম দক্ষিণেশ্বর মন্দির দর্শনে আসছেন। আজ দুপুর থেকে মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। রাষ্ট্রপতি প্রায় এক ঘণ্টা মন্দিরে থাকবেন বলে খবর। সূত্রের খবর, সড়কপথে আজ মন্দিরে পৌঁছবেন রাষ্ট্রপতি। প্রথমে তিনি ভবতারিণী মন্দিরের গর্ভগৃহে যাবেন। সেখানে পুজো দেওয়ার পরে যাবেন নাটমন্দিরে। সেই জায়গায় মন্দির কর্তৃপক্ষের তরফে রাষ্ট্রপতিকে সম্মান জানানো হবে। মন্দিরের কার্যনির্বাহী অছি কুশল চৌধুরী জানান, মানপত্র, মন্দির ও ভবতারিণীর একত্রে বাঁধানো ছবি, স্মারক তুলে দেওয়া হবে রাষ্ট্রপতির হাতে।
জানা যাচ্ছে, এর পরে রাধাকৃষ্ণের মন্দির, শ্রীরামকৃষ্ণের ঘর, রানি রাসমণির মন্দির দর্শন করবেন রাষ্ট্রপতি। বৃষ্টিতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পথের উপরে ছাউনি তৈরি করা হয়েছে। অন্য দিনের মতো আজও ভোরে মন্দির খোলা হবে, তার পরে বেলা ১২টায় বন্ধ হবে। কুশল বলেন, ‘‘দ্বিতীয়ার্ধে ৩টের সময়ে মন্দির খোলা হলেও, নিরাপত্তার কারণে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত করা হবে। তাতে সকলের সহযোগিতা প্রার্থনীয়।’’