কবি সুভাষের প্ল্যাটফর্মে চারটি পিলারে ফাটল! পরবর্তী সিদ্ধান্ত না-হওয়া পর্যন্ত ব্লু লাইনে মেট্রো চলবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম
আনন্দবাজার | ৩০ জুলাই ২০২৫
সোমবার, সপ্তাহের প্রথম দিনই মেট্রোয় বিভ্রাট। দুপুরের পর থেকে মেট্রো কবি সুভাষ পর্যন্ত চলাচল করছিল না। যাত্রাপথ সংক্ষিপ্ত করায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা চলছিল দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল যাত্রীদের মধ্যে। মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত আপ ও ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করবে। কেন এই সিদ্ধান্ত, তারও ব্যাখ্যা দিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোর তরফে জানানো হয়েছে, কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মের কিছু পিলারে ফাটল দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে লাগাতার যে বৃষ্টি হয়েছে সেই কারণে এই ফাটল হয়ে থাকতে পারে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কবি সুভাষ স্টেশনে (ব্লু লাইনে) মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে।
মেট্রোরেল কর্তৃপক্ষের কথায়, ‘‘ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে গিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখছেন। যে পিলারগুলিতে ফাটল দেখা গিয়েছে, সেগুলির সঙ্গে ছাদ যুক্ত রয়েছে। ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
সোমবার দুপুরের পর থেকে ব্লু লাইনে কোনও মেট্রোই কবি সুভাষ স্টেশন পর্যন্ত যায়নি। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলে। আবার সেখান থেকেই রেক ঘুরিয়ে ফেরানো হয় দক্ষিণেশ্বরে। মেট্রো সূত্রে প্রাথমিক ভাবে জানানো হয়, সোমবার সকাল থেকে কোনও সমস্যা ছিল না ব্লু লাইনে। তবে দুপুরের পর থেকে সমস্যা দেখা দেয়। স্টেশনে স্টেশনে ঘোষণা করা শুরু হয়, কোনও ট্রেন যাবে না কবি সুভাষ পর্যন্ত। সেই কারণে ওই সময়ে দু’-একটি মেট্রো বাতিল করার সিদ্ধান্তও নেন কর্তৃপক্ষ। পরে ব্লু লাইনে মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করেন তাঁরা। ব্লু লাইনে সমস্যা হলেও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবায় কোনও সমস্যা নেই। অর্থাৎ, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি এলাকা) থেকে কবি সুভাষ পর্যন্ত সময়সূচি মেনেই মেট্রো চলছে।