পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না! এক সপ্তাহের মধ্যে জয়েন্টের ফল প্রকাশের নির্দেশ কলকাতা হাই কোর্টের
আনন্দবাজার | ৩০ জুলাই ২০২৫
রাজ্যের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা (জয়েন্ট এন্ট্রান্স) পরীক্ষার ফল দ্রুত প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। না-হলে কেন ফল প্রকাশ হচ্ছে না, তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। কেন এত দিন তা হয়নি, ৭ অগস্টের মধ্যে তা-ও হলফনামা দিয়ে জানাতে হবে। সে দিনই শুনানি। কোর্টের পর্যবেক্ষণ, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।
এ বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়নি। সে ব্যাপারে মামলা করেন কলকাতার এন্টালির বাসিন্দা দীপঙ্কর বিশ্বাস। আদালত সূত্রের খবর, তাঁর মেয়ে পরীক্ষার্থী। দীপঙ্করের আইনজীবী সৌম্য দাশগুপ্ত ও ঋতঙ্কর দাস আদালতে জানান, নিট-সহ দেশের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হলেও রাজ্য জয়েন্টের ফল প্রকাশ হয়নি। তাই কলেজে ভর্তির ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন রাজ্যের পড়ুয়ারা। রাজ্যের আইনজীবী যুক্তি দেন, ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ থাকায় ফলাফল প্রকাশ করা যায়নি। ডিভিশন বেঞ্চ জানায়, ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে জয়েন্টের ফল প্রকাশেরসম্পর্ক নেই।