• Breaking News Live: ৫০ সেমি উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ল জাপানে
    এই সময় | ৩০ জুলাই ২০২৫
  • জম্মু ও কাশ্মীরের গান্দারবাল জেলায় কুলানের কাছে নদীতে পড়ে গেল ITBP জওয়ানদের বাস। চলছে উদ্ধারকাজ। নদীতে ভেসে গিয়েছে জওয়ানদের বেশ কিছু অস্ত্র।

    রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল জাপানে। আশঙ্কা সত্যি করেই জাপানের ইশিনোমাকি পোর্টে আছড়ে পড়ল ৫০ সেমি উচ্চতার সুনামি ঢেউ।

    ফের সীমান্তে পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ব্যর্থ জঙ্গিদের প্রচেষ্টা। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি।

    বর্ষায় ফের বানভাসি ঘাটাল। বুধবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালে যাচ্ছেন তারকা সাংসদ দেব। বন্যা দুর্গতদের সঙ্গেও কথা বলবেন তিনি।

    ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার পর আজও সংসদের বাদল অধিবেশন উত্তাল হতে পারে বিরোধীদের দাবিতে। আজ যৌথ সংসদীয় কমিটির এক দেশ, এক ভোট নিয়ে বলার সম্ভাবনা রয়েছে।

    তীব্র ভূমিকম্প রাশিয়ায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৮। সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ১৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে উপকূলীয় অঞ্চলে।

    মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃত মহিলার নাম সূর্যমণি সিং (৫৫)। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ভবানীপুর গ্রামে।

  • Link to this news (এই সময়)