মহিলাদের সুবিধায় বিশেষ ভবনের ভাবনা কলকাতা মেডিক্যালে
আনন্দবাজার | ৩০ জুলাই ২০২৫
শুধু শৌচাগার নয়। বরং সন্তানকে স্তন্যপান করানো থেকে বিশ্রাম নেওয়া-সহ সমস্ত রকমের সুবিধা মিলবে এক ছাদের নীচেই। হাসপাতালে আসা মহিলাদের জন্য এমনই ব্যবস্থা চালু করছে কলকাতা পুরসভা। মঙ্গলবার সেই প্রকল্প বাস্তবায়িত করার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন পুর আধিকারিকেরা। জানা গিয়েছে, হাসপাতালে পূর্ত বিভাগের তরফে জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে দরপত্রও চূড়ান্ত করে বরাত পেয়েছে একটি সংস্থা।
বিভিন্ন হাসপাতালের পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় শুধু মহিলাদের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, ‘‘কলকাতায় জায়গায় অভাব রয়েছে ঠিকই। তা-ও প্রত্যেক পুরপ্রতিনিধিকে চিঠি দেওয়া হয়েছে। যিনি জায়গার ব্যবস্থা করতে পারছেন, সেখানেই ওই প্রকল্পের কাজ হচ্ছে।’’ পাশাপাশি কলকাতা মেডিক্যাল, আর জি কর, বেলেঘাটা আইডি, বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, লেডি ডাফরিন-সহ অন্যান্য হাসপাতালেও এই প্রকল্পের কাজ চলছে।
জানা যাচ্ছে, একতলা ভবনে শৌচাগার, স্নানাগার, পোশাক পরিবর্তনের ঘর, বিশ্রামের জায়গা, সন্তানকে স্তন্যপান বা পরিচর্যার জায়গা থাকবে। এ ছাড়াও থাকবে স্যানিটারি ন্যাপকিনের জন্য ভেন্ডিং যন্ত্র এবং ব্যবহৃত ন্যাপকিন পুড়িয়ে নষ্ট করে ফেলার যন্ত্র। পরিষেবা ব্যবহারের জন্য মূল্য দিতে হবে না। নিরাপত্তা ও পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারাই। পুরকর্তারা জানান, বহির্বিভাগে যেমন মহিলা রোগীরা আসেন, তেমনই ভর্তি থাকা রোগীর মহিলা পরিজনেরাও হাসপাতাল চত্বরে থাকেন। বহু মহিলা সন্তানকে নিয়েই শহরে কাজে আসেন। তাঁদের জন্য প্রকল্পটি খুবই উপযোগী হবে বলেই মনে করছেন কলকাতা মেডিক্যালের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী।