কলকাতা লিগে অব্যাহত লাল-হলুদ দাপট, ডার্বি জয়ের পরেই ৬ গোলে জিতল ইস্টবেঙ্গল
আনন্দবাজার | ৩০ জুলাই ২০২৫
ডার্বি জয়ের পর অনেক সময় বড় দলের ফুটবলারদের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যায়। এ বারের ইস্টবেঙ্গল অন্য রকম। মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে বেহালা এসএসকে ৬-০ ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড।
ব্যারাকপুরের মাঠে ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল বিনো জর্জের ছেলেদের। বেহালা এসএস-এর রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনেছেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। চাপের মুখে রক্ষণ সংগঠন অটুট রাখতে পারেনি বেহালা এসএস। ১৮ মিনিটেই ইস্টবেঙ্গল এগিয়ে যায় চাকু মাণ্ডির গোলে। ৩০ মিনিটে লাল-হলুদের পক্ষে ব্যবধান বাড়ান ডেভিড। ৩ মিনিট পরেই দলের হয়ে তৃতীয় গোল করেন মহম্মদ আশিক। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
প্রথমার্ধেই ৩ পয়েন্ট এক রকম নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে লাল-হলুদ ফুটবলারেরা আরও চাপমুক্ত হয়ে খেলেন। ৩ গোলে পিছিয়ে থাকা বেহালা এসএস-এর পক্ষে ব্যবধান কমানো সম্ভব হয়নি। বরং ইস্টবেঙ্গলের আগ্রাসী ফুটবলের চাপে আরও এলোমেলো খেলতে শুরু করেন তাদের ফুটবলারেরা। ম্যাচের ৭১ থেকে ৭৫ মিনিটের মধ্যে আরও ৩ গোল করে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। পর পর তিনটি গোল করেন যথাক্রমে নসিব রহমান, মার্ক জোথানপুইয়া এবং গুইতে ভানলালপেকা।