• দুই দেশের ভোটার কার্ড সহ ক্যানিংয়ে গ্রেপ্তার এক বাংলাদেশি
    দৈনিক স্টেটসম্যান | ৩০ জুলাই ২০২৫
  • ভুয়ো পরিচয়পত্রে ক্যানিং থেকে উদ্ধার এক বাংলাদেশি। সঙ্গে উদ্ধার হয়েছে দুই দেশের ভোটার কার্ড। পুলিশ সূত্রে খবর, জন্মসূত্রে বাংলাদেশি হলেও তিনি ১৬ বছর এদেশে কাটিয়েছেন। বুধবার সকালে ভুয়ো পরিচয়পত্রে ভারতে অনুপ্রবেশের জন্য এই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত এই ব্যক্তির নাম আকবর আলি মোল্লা। তবে ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশের ভোটার কার্ডে তাঁর নাম রয়েছে আকবর আলি গাজি। তিনি আদতে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। নাম,পরিচয় গোপন রেখে এতদিন তিনি দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে কাটিয়েছেন।

    দক্ষিণ ২৪ পরগণায় কিছুদিন যাবৎ ভুয়ো পরিচয়ে বাস করা বাংলাদেশিদের আটক করছে পুলিশ। সীমান্তে অবৈধভাবে বিদেশিদের প্রবেশ ও ভুয়ো পরিচয়পত্রের পাশাপাশি ভোটার তালিকায় নাম ওঠার ঘটনা ঘটছে। পুলিশ সূত্রে খবর, অবৈধ ভাবে এইসব কাজ খুবই সক্রিয় হয়ে উঠেছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)