• মুখ্যমন্ত্রীর সফরের পর ফের ফ্রন্টফুটে কেষ্ট! পেলেন Y+ ক্যাটেগরি নিরাপত্তা
    প্রতিদিন | ৩০ জুলাই ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: মুখ্যমন্ত্রীর সফরের পরই নিরাপত্তা বাড়ল বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তাঁর নিচুপট্টির বাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে। অডিও বির্তকে নাম জড়ানোর পর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল।

    বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ জন পুলিশকর্মী অনুব্রতের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাঁর গাড়ির পিছনে-সামনে পুলিশের এসকর্ট গাড়ি থাকবে। চার-ছয় জন সশস্ত্র পুলিশকর্মী বোলপুরের নিচুপট্টির বাড়ির নিরাপত্তায় মোতায়েন থাকবেন। ২৪ ঘণ্টা তাঁরা থাকবেন অনুব্রতের আশেপাশেই।

    সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে যান। সেখানে নেত্রীর সঙ্গে দেখা করেন কেষ্ট। সোমবার বিকেলে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে অনুব্রতকে বীরভূমের কোর কমিটির কনভেনর অর্থাৎ আহ্বায়ক করা হয়। এবার ফেরত পেলেন নিরাপত্তা।

    উল্লেখ্য, অডিও বির্তকে (বোলপুরের আইসিকে ছাপার  অযোগ্য ভাষায় হুমকি কাণ্ড) নাম জড়ানোর পর অনুব্রতের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। দলের সবোর্চ্চ নেতৃত্ব কিছুটা রুষ্ট হয় তাঁর উপর। তেমনটাই কানাঘুষো ছিল। ২১ জুলাইয়ের প্রস্তুতি দেখতে এসে মমতার সঙ্গে দেখা হয়নি তাঁর। কিন্তু মমতার বীরভূম সফরে তাঁদের কথা হয়। এবার বাড়ানো হল নিরাপত্তা।
  • Link to this news (প্রতিদিন)