• নাম ভাঁড়িয়ে গুজরাটে কাজ! বাংলাদেশে ফেরার আগে নদিয়ার সীমান্তে গ্রেপ্তার ৭ অনুপ্রবেশকারী
    প্রতিদিন | ৩০ জুলাই ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে নদিয়ার সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশ! এরপর নাম, পরিচয় ভাঁড়িয়ে গুজরাট-সহ একাধিক জায়গায় গিয়েছিল তারা। অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগে গ্রেপ্তার হল ওই অনুপ্রবেশকারীরা। ধৃতদের এদিন রানাঘাট আদালতে তোলা হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার সকালে ধানতলা থানার বরণবেরিয়া নিরালাপাড়া এলাকায় সাতজন পুরুষ-মহিলাকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। স্থানীয়দের তাদের দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। ধানতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কথাবার্তায় একাধিক অসঙ্গতি দেখা গিয়েছিল। আরও চাপ দিতে আসল কথা বেরিয়ে পড়ে। জানা যায়, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এরপরেই ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন মহিলা।

    ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাতিয়াঘাটা থানার বালিয়াডাঙি গ্রামে। বেশ কয়েক মাস আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে এসেছিল। এরপর গুজরাটে চলে গিয়েছিল। সেখানেই তারা কাজ করছিল বলে খবর। সম্প্রতি ফের বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই মোতাবেক নদিয়ার ধানতলা সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছিল অনুপ্রবেশকারীরা। দালালদের মাধ্যমে তারা দেশে ফেরার চেষ্টা করছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। দালালের খোঁজও চলছে বলে খবর। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

    নদিয়ার ধানতলা সীমান্ত দিয়ে এর আগেও একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। একাধিক দালালও পাকড়াও হয়েছে পুলিশের হাতে। সীমান্ত এলাকার পাশাপাশি আশপাশেও পুলিশের কড়া নজরদারি চলে বলে খবর। রানাঘাট জেলা পুলিশে তরফে জানানো হয়েছে টহলদারি চলবে। আগামী দিনে আরও কড়া নজরদারি চলবে।
  • Link to this news (প্রতিদিন)