বিয়ে ঠিক হতেই উধাও! ৫ দিন পর মালদহে উদ্ধার পরিযায়ী শ্রমিকের মুণ্ডহীন দেহ, নেপথ্যে পরকীয়া?
প্রতিদিন | ৩০ জুলাই ২০২৫
বাবুল হক, মালদহ: বিয়ে ঠিক হতেই আচমকা বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন যুবক। পাঁচদিন পর বাড়ির কাছ থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের মুণ্ডহীন দেহ। দেহের পাশেই মিলেছে কাটা মুণ্ড। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের চাঁচলের ভাকরিতে। কিন্তু কেন এই নৃশংসতা? উঠে আসছে পরকীয়ার তত্ত্ব। রহস্যের শিকড়ে পৌঁছতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম নাহারুল আলি। চাঁচলের গোরখপুর গ্রামের বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, গত ২৫ জুলাই নাহারুলের বিয়ে ঠিক হয়েছিল। তারপরই আচমকা বাড়ি থেকে উধাও হয়ে যান যুবক। তবে তাঁর ফোন বাড়িতেই ছিল। ছেলের হদিশ না পেয়ে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা চারপাশে খোঁজ নেন। কিন্তু লাভ হয়নি। এরপর পুলিশের দ্বারস্থ হন তাঁরা। এদিকে নাহারুলের ফোন ঘাটতেই জানা যায় এক মহিলার কথা। অনুমান, তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যুবকের।
৫ দিনের মাথায় বুধবার সকালে নাহারুলের পরিবারের এক যুবক এলাকার একটি বাঁশবাগানে গিয়ে দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় এগিয়ে যেতেই দেখতে পান পড়ে রয়েছে নাহারুলের ক্ষতবিক্ষত মুণ্ডহীন দেহ। পাশেই পড়েছিল কাটা মুণ্ড। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যুবকের বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকার সঙ্গে সমস্যা শুরু হয়। সম্ভবত সেই রাগেই খুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার খোঁজ শুরু হয়েছে। দ্রুতই রহস্যের জট খুলবে বলে আশাবাদী তদন্তকারীরা।