• বাইপাসের ধারে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু ঝুপড়ি
    প্রতিদিন | ৩০ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর কলকাতায় ফের আগুন। বাইপাসের ধারে একটি প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক ঝুপড়ি। প্রাণ হাতে নিরাপদ স্থানে যাচ্ছেন স্থানীয়রা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    বুধবার দুপুর ৩টে নাগাদ ইএম বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের পিছন দিকে থাকা প্লাস্টিক গোডাউনে আগুন লাগে। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়।  প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন কর্মীরা। ঘটনায় কোনও হাতহতের খবর  এখনও নেই।

    স্থানীয়দের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক মিটার থেকে আগুন লাগে। তা অল্প সময়ের  মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বিশাল এলাকাজুড়ে প্লাস্টিক রাখা রয়েছে এলাকায়। আশেপাশে অনেক ঝুপড়ি রয়েছে। আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়লে বড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁরাও দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজ করছেন। স্থানীয় বাসিন্দা এক  মহিলা বলেন, “মনে হচ্ছে মিটার থেকে আগুন ছড়িয়েছে। আমরা জল নিয়ে নেভানোর কাজ শুরু করি।”  দমকল সময় মতো আসেনি বলে অভিযোগ করেছেন তিনি।

    ওই নিয়ে চলতি বছরে একের পর বসতি, গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই তালিকায় যোগ হল ইমএম বাইপাসের ধারে প্লাস্টিক গোডাউনের নাম।
  • Link to this news (প্রতিদিন)