• উলুবেড়িয়া থেকে সপরিবারে দুগ্গা চলল দুবাই
    এই সময় | ৩১ জুলাই ২০২৫
  • মাঝে আর ঠিক একটা মাস। অগস্ট গেলে সেপ্টেম্বরেই দুর্গাপুজো। হাতে বেশি সময় নেই। তাই কুমোরপাড়ায় চরম ব্যস্ততা। বাঁশ পড়ে গিয়েছে পাড়ায় পাড়ায়। যে সমস্ত শিল্পীদের প্রতিমা দেশের বাইরে যায়, তাও দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছে সপরিবারে। উলুবেড়িয়া থেকে দুবাই পাড়ি দিল এমনই এক ‘পরিবার’।

    যেখানে বাঙালি, সেখানেই দুর্গাপুজো। লন্ডন, সিডনি, স্টকহোম, মিউনিখ— জোর টক্কর। প্রবাসে দারুণ হইহই। সেই পুজোর প্রতিমা যায় বাংলা থেকেই। গত কয়েক বছর ধরে উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ময়রাপাড়া থেকে প্রতিমা যাচ্ছে বিদেশে। তালিকায় আছে দুবাইও।

    শিল্পী সঞ্জীব চন্দের হাতে তৈরি মাটি থেকে ফাইবারের প্রতিমা, বিদেশে নজর কেড়েছে। গত বছরও তাঁর হাতে তৈরি একাধিক প্রতিমা বিদেশে পাড়ি দিয়েছে। এ বারও পাড়ি দিল দুবাই।

    সঞ্জীব জানান, কলকাতার এক দম্পতি দুবাইয়ে থাকে। তাঁদের হাত ধরেই এই বরাত এসেছে। ৩ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করতে তিন সপ্তাহ সময় লেগেছে তাঁর। এর পরে কলকাতার দম্পতি তা দুবাইয়ে পাঠানোর ব্যবস্থা করেছেন। এর আগে সঞ্জীবের হাতে তৈরি প্রতিমা জার্মানি, আমেরিকা, ক্যানাডা-সহ একাধিক দেশে পৌঁছে গিয়েছে।

  • Link to this news (এই সময়)