সংবাদদাতা, ময়নাগুড়ি: জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য করা মাপজোকে ময়নাগুড়ি জেলা পরিষদের বাস টার্মিনাসের বেশ কিছুটা স্থানও চিহ্নিত হয়ে গিয়েছে। সেখানে মার্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ স্থানীয় ব্যবসায়ীদের। ওই এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, আমরা জেলা পরিষদ থেকে দোকান কিনেছি। এরপরও যদি আমাদের দোকান ভাঙা পড়ে তাহলে আমাদের রাস্তায় বসা ছাড়া আরও কোন উপায় নেই। তাঁদের দাবি, রুজি রোজগারের জন্য আগে সমস্ত ব্যবস্থা করে দিতে হবে। এরপরই দোকান ভাঙা হতে পারে।আজ, বুধবার নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার ঘটনাস্থলে যান। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন তিনি। ব্যবসায়ীদের পাশে রয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি জলপাইগুড়ি জেলা পরিষদ ও জানিয়েছে, তারাও ব্যবসায়ীদের পাশে রয়েছে।