সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, বুধবার সকালে পুকুর থেকে উদ্ধার হল ৬ বছরের শিশুর দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতের কাউয়াগাব এলাকায়। তদন্তকারী পুলিস অফিসার জানিয়েছেন, শিশুটির নাম বিক্রম ওঁরাও। এদিন সকালে শিশুটির বাবা ও মা মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল ওই শিশুটি। তাদের বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। মনে করা হচ্ছে, খেলা করার সময় কোনওভাবে সে পুকুরে পড়ে যায়।এই ঘটনার বেশ কিছুক্ষণ পর শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে আসেন। তাঁরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। এরপর বাড়ির সামনের ওই পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে।