• ট্রাইব্যুনাল নয়, হাই কোর্টেই শুনানি হবে জুনিয়র ডাক্তারদের ‘পোস্টিং’ মামলার, খারিজ হল রাজ্যের আর্জি
    আনন্দবাজার | ৩০ জুলাই ২০২৫
  • জুনিয়র ডাক্তারদের ‘পোস্টিং’ সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টেই। বুধবার তা স্পষ্ট করে দিয়েছেন হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যের বক্তব্য ছিল, এই মামলার শুনানি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) হওয়া উচিত। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে হাই কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, এই সংক্রান্ত মামলার শুনানি হবে হাই কোর্টেই।

    আরজি কর আন্দোলনের পরিচিত তিন মুখ অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদারের অন্যত্র ‘পোস্টিং’-এর নির্দেশ ঘিরে বিতর্ক দানা বাঁধে। নিয়ম মেনে কাউন্সেলিংয়ের পরেই পছন্দের জায়গায় তাঁরা ‘পোস্টিং’ পাননি বলে অভিযোগ। মামলাকারীদের দাবি, কোথায় নিয়োগ চান, নিয়ম মেনে কাউন্সেলিং প্রক্রিয়ায় তা সিনিয়র রেসিডেন্টদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাঁরা জানিয়েওছিলেন। কিন্তু তার পরেও শুধুমাত্র তিন জন পছন্দের জায়গায় ‘পোস্টিং’ পাননি। ঘটনাচক্রে, তিন জনই আরজি কর আন্দোলনপর্বে প্রথম সারিতে ছিলেন।

    এই বিতর্কের আবহে আদালতের দ্বারস্থ হন জুনিয়র ডাক্তারেরা। প্রথমে দেবাশিস এবং আসফাকুল্লা হাই কোর্টে মামলা করেন। পরে অনিকেতও মামলা করেন আদালতে। মঙ্গলবার এই মামলায় বিচারপতি বসুর বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘স্যাট’-এ নয়, হাই কোর্টেই হবে মামলার শুনানি। জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল, তাঁরা স্নাতকোত্তর স্তরের ডাক্তারি কোর্স এমডি বা এমএস স্তরে প্রশিক্ষণ নিচ্ছেন। সে ক্ষেত্রে, এটি কোনও নিয়মিত চাকরি নয়। এটি হল চুক্তিভিত্তিক প্রশিক্ষণ। অন্য দিকে রাজ্যের যুক্তি ছিল, যেহেতু ওই জুনিয়র ডাক্তারদের বেতন রাজ্য সরকার দেয়, তাই ট্রাইব্যুনালেই এই মামলার শুনানি হোক। তবে রাজ্যের এই যুক্তিকে গ্রহণযোগ্য বলে মনে করছে না আদালত। পাশাপাশি আদালত এ-ও জানিয়েছে, এখনই অনিকেতদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।

    বস্তুত, কাউন্সেলিং না মেনে ‘পোস্টিং’ দেওয়ায় স্বাস্থ্য ভবন ‘অনৈতিক’ কাজ করেছে বলে অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তারেরা। কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক দেবাশিসের ‘পোস্টিং’ হয়েছে মালদহের গাজোলে। একই ভাবে পছন্দের জায়গার বদলে অন্যত্র ‘পোস্টিং’ হয়েছে আরজি কর আন্দোলনের অন্যতম দুই মুখ অনিকেত এবং আসফাকুল্লারও। এর প্রতিবাদে আরজি কর আন্দোলনের সময় তৈরি হওয়া জুনিয়র ডাক্তারদের মঞ্চ ডব্লিউবিজেডিএফ-এর তরফে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভও দেখানো হয়।
  • Link to this news (আনন্দবাজার)