• দিল্লিতে শিলিগুড়ি পুলিসের টিম, ধৃত দুই জনকে আনার প্রক্রিয়া শুরু
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ইস্টার্ন বাইপাসে এটিএম লুট কাণ্ডে জড়িত দিল্লিতে গ্রেপ্তার দুই দুষ্কৃতীকে শিলিগুড়ি নিয়ে আসতে তোড়জোড় শুরু করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। ইতিমধ্যেই দিল্লির একটি ঘটনায় তাদের গ্রেপ্তার করেছে সেখানকার পুলিস। এদিকে, দুই অভিযুক্তকে দ্রুত শিলিগুড়ি আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে এখানে থাকা গ্রেপ্তার আরও এক দুষ্কৃতীর মুখোমুখি বসিয়ে বাকি অপরাধীদের খোঁজ চালাবেন তদন্তকারী অফিসাররা। 

    উল্লেখ্য, গত ২২ জুলাই গভীর রাতে গ্যাসকাটার দিয়ে ইস্টার্ন বাইপাস সংলগ্ন লোকনাথ মন্দির এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুট করে পালায় পাঁচ সদস্যের একটি দুষ্কৃতী দল। তাদের মধ্যে দুই দুষ্কৃতী মহম্মদ সাজিদ ও আদিল খান বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লিতে পালিয়ে গিয়েছিল। দিল্লি পুলিস তাদেরকে সেখানকার একটি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। অন্যদিকে, বিহার থেকে এটিএম লুটে আরও এক দুষ্কৃতী উজিয়ার খানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। এবারে দিল্লিতে গ্রেপ্তার হওয়া ওই দুই দুষ্কৃতীকে শিলিগুড়ি নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিসের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছে গিয়েছে। 

    এ প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ইতিমধ্যেই দিল্লিতে গ্রেপ্তার এটিএম লুটে জড়িত দুই দুষ্কৃতীকে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছি। ওদের জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে মনে করছি। আশা করছি, বাকি দুষ্কৃতীরা শীঘ্রই জালে উঠবে। 
  • Link to this news (বর্তমান)