• দার্জিলিংয়ের বনদপ্তরের আবাসনে অগ্নিকাণ্ড
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ের কাগঝোড়ায় দার্জিলিং ডিভিশনাল ফরেস্ট অফিসের কর্মী আবাসনে বুধবার রাতে আচমকাই আগুন লেগে যায়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে।  অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের দু’টো ইঞ্জিন পৌঁছয়। দমকলের সঙ্গে দার্জিলিং পুরসভার আধিকারিকরাও আগুন নেভাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে খবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ঘটনার ঘণ্টা দু’য়েক পরেও দমকলের দু’টো ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কীভাবে আগুন লাগল? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এদিন রাত ৮টা নাগাদ আবাসনের কোনও একটি রান্নাঘর থেকে আগুনের ফুলকি দেখা যায়। সেখান থেকেই আগুনের উত্পত্তি বলে মনে করছেন স্থানীয়রা। যদিও বন দপ্তরের আধিকারিকদের বক্তব্য, আগুন লাগার সঠিক কারণ তদন্তের পরেই জানা যাবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)