• বাংলায় বেছে বেছে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হলে খেলা হবে: উদয়ন গুহ
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিহার নয়। এটা বাংলা। বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে মানুষ পথে নেমে বুঝিয়ে দেবে, কত ধানে কত চাল। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে বুধবার জলপাইগুড়িতে এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, নাম বাদ দিয়ে দেখুক। তারপর আমরাও বুঝিয়ে দেব। খেলাটা অত সহজ হবে না। খেলা হবে। 

    এসআইআর ইস্যুতে উদয়নের আক্রমণ, ভোটার কার্ড পরিচয়পত্র নয়। আধারকার্ড পরিচয়পত্র নয়। প্যান কার্ড পরিচয়পত্র নয়। তাহলে কি বিজেপির সদস্যপত্র নাগরিকত্বের একমাত্র পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে? তিনি বলেন, আমার বাবা কমল গুহ’র জন্ম দিনহাটায়। আমার মা বরিশালের। আমি দিনহাটার মাটিতে জন্মেছি। কিন্তু আমার জন্ম শংসাপত্র নেই। মাধ্যমিক পরীক্ষার সময় সার্টিফিকেটে একটা জন্ম তারিখ বসিয়ে দেওয়া হয়েছে। ওটা ধরেই চলছি। কিন্তু প্রশ্ন হল, যিনি পড়াশোনা করেননি। তাঁর তো মাধ্যমিকের সার্টিফিকেটে জন্ম তারিখ নেই। তাহলে তাঁর কী হবে? মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বিএলওদের ট্রেনিং দিচ্ছে। খুব ভালো। আমরা বলছি, তাঁরা ভোটার তালিকা সংক্রান্ত কাজ নিশ্চয়ই করবেন। কিন্তু কোনওভাবে যেন বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা না হয়।

    এদিন রাজগঞ্জের সুখানি ও বেলাকোবা পঞ্চায়েতে দু’টি রাস্তার কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। রাস্তা দু’টি তৈরিতে ৫ কোটি ৪০ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন রাজ্যের আরএক মন্ত্রী বুলুচিক বরাইক, সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন সহ অন্যান্য জনপ্রতিনিধি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)