• রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, চাঁচল সুপার স্পেশালিটিতে হইচই
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: ভুল রক্ত দেওয়ায় প্রাণ সংশয় রোগীর। প্রয়োজন ছিল ‘এ’ পজিটিভ গ্রুপের রক্ত। কিন্তু দেওয়া হয়েছে ‘বি’ পজিটিভ গ্রুপের। ফলে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে বলে অভিযোগ। চিকিৎসায় এমন গাফিলতির অভিযোগ উঠেছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। দুপুরে রোগীর পরিবার লিখিত অভিযোগ করার পর খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    হাসপাতাল ও রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, রক্তক্ষরণ শুরু হওয়ায় গত শুক্রবার কোহিনুর বিবিকে হাসপাতালে ভর্তি করা হয়। রতুয়ার কয়লাপাথার এলাকার বাসিন্দা কোহিনুরের স্বামী আনিকুল ইসলাম ক্ষুদ্র কৃষক। কোহিনুর অন্তঃস্বত্ত্বা ছিলেন। কিন্তু গর্ভাবস্থায় তার সন্তান নষ্ট হয়ে যায়। হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তাঁর। এরপর তাঁর রক্তের জরুরি প্রয়োজন হলে হাসপাতাল থেকে ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয় পরিজনদের। সেখানে রোগীর এক আত্মীয়কে রক্ত দিতে হয়। তারপর কোহিনুরের জন্য ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত দেওয়া হয়। কিন্তু সেই রক্ত দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। কী করবেন বুঝতে না পেরে বিভ্রান্ত হন পরিজনরা। অবস্থা ক্রমে আরও খারাপ হতে থাকায় বাইরের ল্যাবরেটরি থেকে কোহিনুরের রক্ত পরীক্ষা করানো হয়। সেখানে পরিবার রিপোর্টে দেখতে পায় তাঁর রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ। এরপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগকে ঘিরে উত্তেজনা বাড়ে হাসপাতালে। কীভাবে ভুল গ্রুপের রক্ত দেওয়া হল, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। কোহিনুরের ভাই জিয়াউল হক বলেন, আমরা হাসপাতালে যাই চিকিৎসকদের ভরসায়। কিন্তু তাঁরা এত বড় ভুল করবেন, ভাবতেই পারছি না। দিদির এবার বড় কোনও সমস্যা হবে কি না জানি না। বাধ্য হয়েই আমরা হাসপাতালের সুপারের অফিসে লিখিত অভিযোগ করেছি। 

    এপ্রসঙ্গে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার মহম্মদ শামিম বলেন, একটা সমস্যা হয়েছে। রিক্যুইজিশন স্লিপে যা লেখা হয়, সেই অনুযায়ী ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত দেওয়া হয়েছে। কেন এমন হল, খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, রোগীর যাতে সমস্যা না হয়, সেজন্য আমরা গুরুত্বের সঙ্গে নজর রাখছি। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)