• উচ্চ মাধ্যমিক নিয়ে কোচবিহারে প্রস্তুতি বৈঠক, ওএমআর শিটে অনুশীলনে জোর দেওয়ার পরামর্শ সংসদ সভাপতির
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজ্যে এবার সাত লক্ষেরও বেশি পরীক্ষার্থী ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক দেবে। নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধিদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাই রাজ্যের সমস্ত জেলাতেই বৈঠক করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা।

    বুধবার কোচবিহারে এবিষয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন সংসদের রাজ্য সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। 

    চিরঞ্জীব বলেন, পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতে প্রথম এভাবে পরীক্ষা হচ্ছে। আমরা সব জেলায় গিয়ে প্রশাসন এবং সমস্ত প্রধান শিক্ষক, কেন্দ্রের ইনচার্জ, সুপারভাইজারদের সঙ্গেও বৈঠক করছি। 

    কোচবিহার জেলায় দু’শোর বেশি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। এদিনের বৈঠকে পুলিস, পরিবহণ, মহকুমা শাসক, স্বাস্থ্য, দমকল সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরীক্ষার মধ্যে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, ২১ সেপ্টেম্বর মহালয়া পড়ছে। ফলে প্রশাসনের অন্যান্য দিকে নিয়েও ব্যস্ততা থাকে। কিন্তু নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে সমস্যা দেখা না দেয়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। ওই সময় এসএসসি পরীক্ষাও রয়েছে। স্কুলগুলি যাতে ছাত্র-ছাত্রীদের বারবার এই বিষয়ে অনুশীলন করায় সেদিকেও কড়া দৃষ্টি দিতে বলা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা যাতে ওএমআর শিট সঠিক পদ্ধতিতে পূরণ করতে পারে, স্কুলগুলিকে সেদিকে লক্ষ্য রাখতে বলা হচ্ছে।  

    এবারের পরীক্ষা নিয়ে আগে থেকেই ছাত্রছাত্রীদের ওএমআর শিটে বারবার অনুশীলন করার উপরে জোর দেওয়া হচ্ছে। ওএমআর শিট পরবর্তীতে আপলোড করা হবে। উত্তরপত্র ডাউনলোড করা যাবে। ফলে পরবর্তীতে কী উত্তর দিয়েছে, সেটাও জানা যাবে। ওএমআর শিটে সিরিয়াল নম্বর থাকবে। কোথায় কোন ওএমআর শিট যাচ্ছে, তারও হিসেব রাখা হবে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)