• মর্মান্তিক! নতুন স্কুটারে ছেলেকে স্কুলে দিতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু বাবার
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মর্মান্তিক! নতুন কেনা স্কুটারে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে এসে ঘটল মর্মান্তিক ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুলের সামনেই মৃত্যু হল বাবার। বুধবার সাতসকালে এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে জলপাইগুড়ি শহরে। মৃতের নাম পীযূষ অধিকারী (৪০)। বাড়ি জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের রাখালদেবী এলাকায়। 

    পীযূষের ছেলে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইন্সটিটিউশনের তৃতীয় শ্রেণির পড়ুয়া। অন্যদিন ছেলে টোটোতে স্কুলে যায়। বুধবার টোটো আসেনি। দেরি হয়ে যাওয়ায় নতুন কেনা স্কুটারে ছেলেকে চাপিয়ে স্কুলে দিতে আসেন পীযূষ। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে স্কুলের তরফেই অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    মৃতের ভাই পঙ্কজ অধিকারী বলেন, দাদা বাড়িতে একটি মুদি দোকান চালাত। এছাড়া ধান ভাঙানোর মেশিন ছিল। দাদার কোনও অসুস্থতা ছিল না। এমনটা যে ঘটবে ভাবতেই পারিনি।

    প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এদিন আমাদের স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া এক ছাত্রকে পৌঁছে দিতে এসে অসুস্থ হয়ে পড়েন তার বাবা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো সম্ভব হয়নি। পরে ওই ছাত্রকে তার বাড়ির লোকজন এসে স্কুল থেকে 

    নিয়ে যান।
  • Link to this news (বর্তমান)