• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও শ্লীলতাহানি, গ্রেপ্তার সিভিক
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং প্রেমিকার মেয়ের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার। ধৃতের নাম পিন্টু দেবনাথ। সে কোতোয়ালি থানায় কর্মরত ছিল। বুধবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক তার চোদ্দ দিনের জেল হেফাজত মঞ্জুর করেন। সেইসঙ্গে তাকে কাজ থেকে অপসারণ করা হয়। পাশাপাশি ওই প্রেমিকা এবং সিভিক ভলান্টিয়ারকে কাঁঠালপোতায় বাড়ি ভাড়া দেওয়ার জন্য ভিলেজ পুলিস দেবুকেও কাজ থেকে সরানো হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার পিন্টু দেবনাথের পারিবারিক সম্পর্ক ইতিমধ্যেই ভেঙে পড়েছিল। তার স্ত্রী ও সন্তান অনেক আগেই তাকে ছেড়ে চলে গিয়েছেন। এর মাঝেই প্রায় দুই বছর আগে এক বিবাহিত মহিলার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় পিন্টু। সেই আশ্বাসে প্রভাবিত হয়ে ওই গৃহবধূ নিজের স্বামীকে ছেড়ে কন্যা সন্তানকে নিয়ে কৃষ্ণনগরের কাঁঠালপোতা এলাকায় পিন্টুর সঙ্গে ভাড়া ঘরে থাকতে শুরু করেন। প্রথমদিকে সম্পর্ক স্বাভাবিক থাকলেও, কিছুদিন পর থেকেই ওই মহিলার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মহিলার অনুপস্থিতিতে পিন্টু তার ১২ বছরের কন্যার শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে। এ বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেয় সে। ঘটনার চূড়ান্ত পরিণতি ঘটে মঙ্গলবার রাতে। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, ওইদিন পিন্টু মহিলার সমস্ত জিনিসপত্র নিয়ে হঠাৎ পালিয়ে যায়। কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় অভিযুক্তকে ধরে মারধর করা হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে পিন্টুকে গ্রেপ্তার করা হয়।

    তদন্তে আরও জানা গিয়েছে, অভিযোগকারীর নামে থাকা প্রায় পাঁচ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিটের টাকাও হাতিয়ে নিয়েছে পিন্টু। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

    অভিযোগকারী বলেন, আমরা একসঙ্গে কাঁঠালপোতায় ভাড়া থাকতাম। মঙ্গলবার রাতে আমার সমস্ত জিনিস পিন্টু নিয়ে পালিয়ে যায়। পোস্ট অফিস মোড়ে কিছু ছেলে আমাকে সাহায্য করে এবং ওকে ধরিয়ে দেয়। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। • অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)