• মাস্টার প্ল্যান বাস্তবায়নে যতটা সম্ভব কম জায়গা নেওয়া হবে, ঘাটালে প্রশাসনিক বৈঠকে আশ্বাস দেবের
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম জায়গা নেওয়া হবে। বুধবার ঘাটালে প্রশাসনিক বৈঠকে এসে ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব) এমনটাই আশ্বাস দিলেন। এদিন ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে একটি প্রশাসনিক মিটিং ছিল। যেখানে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্তা, জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, এসপি ধৃতিমান সরকার, মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রমুখ ছিলেন। সেই মিটিংয়ের শেষে দেব বলেন, মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ জমি অধিগ্রহণ। সেই কাজ দ্রুততার সঙ্গে এগিয়েছে। মাস্টার প্ল্যানের জন্য নতুন একটি সংশোধিত প্ল্যান হচ্ছে। যেটা আর এক-দেড় মাসের মধ্যেই হয়ে যাবে। এবার আগের থেকে অন্তত ৪০ শতাংশ জায়গা কম নেওয়া হবে। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই জন্যই দিদি(মমতা বন্দ্যোপাধ্যায়) এই মাস্টার প্ল্যান রূপায়ণ করার জন্য উদ্যোগী হয়েছেন। তাই আমরা চাই না মানুষের সমস্যা তৈরি করে মাস্টার প্ল্যান করার। সেই জন্য যতটা সম্ভব কম জায়গা নেওয়ার চেষ্টা করা হবে। দেব বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার এখনও পর্যন্ত ৬০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। পর্যায়ক্রমে বন্যায় ঘাটালে এবছর প্রচুর ক্ষতি হয়েছে। ঘাটাল মহকুমার পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী এখানে সেপ্টম্বরের আগে বড় বন্যা হয় না। তাই আগামী কয়েক মাসে কী হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে আমাদের প্রশাসনের টিম সব দিক দিয়ে তৈরি। ক্ষতির বিষয়গুলি প্রশাসন দ্রুততার সঙ্গে দেখবে।

    এদিন দেব আসছেন জেনে বিজেপির তরফে তাঁকে নিয়ে পোস্টারিং করা হয়। সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, আমি মনে করি কাজ দেখিয়ে রাজনীতি করতে হয়। যারা পোস্টার মেরেছে, তারা কি কখনও মানুষের জন্য কাজ করেছে? মাস্টার প্ল্যানের জন্য কোথায় চিঠি দিয়েছে? 

    বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, তৃণমূল সাংসদ কথা দিয়ে কথা রাখেন না। ঢপবাজ। বন্যা পরিস্থিতি মিটে যাওয়ার পর তিনি ঘাটালে এসছেন। এনিয়ে পোস্টারিং করা হয়েছিল। এতদিন পর এসে উনি বড় বড় কথা বলছেন। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট দেব। ওই কলেজে জাল ভর্তি রসিদ, তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের নেতাদের পড়ুয়াদের কাছ থেকে তোলাবাজির অডিও, অধ্যক্ষের পড়ুয়াদের প্রতি ‘দুর্ব্যবহার’, নিয়মিত ক্লাস না হওয়া সহ সম্প্রতি ওই কলেজের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এদিন গভর্নিং বডির মিটিংয়ে দেব সমস্ত বিষয়ে জানেন। পরে তিনি বলেন, কলেজটা রাজনীতি করার জায়গা নয়। মিটিংয়ে যা হয়েছে তা প্রকাশ্যে বলব না। তবে অভিযোগ ওঠা প্রত্যেকটি বিষয়ে তিনি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    এদিন ছিল বিদ্যাসাগরের তিরোধান দিবস। তাই দেব এদিন বিকেলে   বিদ্যাসাগরের জন্মস্থানে যান। সেখানে মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন। সেই সঙ্গে বীরসিংহে কয়েকটি গাছও লাগান। সেখান থেকে ফেরার পথে শ্যামসুন্দরপুরে বন্যাকবলিত মানুষদের ত্রাণ বিলি করেন।
  • Link to this news (বর্তমান)