• সিআইডির হাতে ধৃত জামালপুরের পোস্টাল এজেন্ট
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: টাকা তছরুপের অভিযোগে সিআইডি জামালপুরের পোস্টাল বিভাগের এক এজেন্টকে গ্রেপ্তার করেছে। ২০২১ সালে ১২ লক্ষ ২০ হাজার টাকা তছরুপের অভিযোগে হৃদয়রঞ্জন মাইতি নামে ওই এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি জামালপুরে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, রণজিৎ পাল নামে জামালপুরের এক ব্যক্তি ওই এজেন্টের মাধ্যমে এলাকার সাব পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করার জন্য ১২ লক্ষ ২০ হাজার টাকা জমা দেন। তাঁকে পোস্ট অফিসের সিল দেওয়া নথি দেওয়া হয়। সেই কারণে সেই সময় তাঁর সন্দেহ হয়নি। তাঁর দাবি, দীর্ঘদিনের সঞ্চিত টাকা ওই এজেন্টের হাতে তুলে দিয়েছিলেন। এক বছর পর তিনি পোস্ট অফিস থেকে টাকা তুলতে যান। সেই সময় পোস্ট অফিস থেকে তাঁকে জানানো হয়, তাঁর নামে ফিক্সড ডিপোজিট নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। তখন পরিবারের এক সদস্য অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসার জন্যই টাকার প্রয়োজন ছিল। ওই এজেন্টের সঙ্গেও তিনি যোগাযোগ করেছিলেন। তিনি বারবার খারাপ ব্যবহার করে ফিরিয়ে দেন। পোস্ট অফিসের আধিকারিকরাও ফিরিয়ে দেওয়ায় শেষে তিনি পুলিসের দ্বারস্থ হন। তাতেও সুরাহা মেলেনি। অবশেষে পরে সিআইডিতে অভিযোগ করেন। সিআইডির আধিকারিকরা বেশ কিছুদিন ধরে তদন্ত করার পর ওই এজেন্টকে গ্রেপ্তার করেন। প্রাথমিক তদন্তে সিআইডির অনুমান, ওই এজেন্ট পোস্ট অফিসের সিল এবং নথি নকল করে। তবে তাকে এই কাজে অন্য কেউ সহযোগিতা করে থাকতে পারে। প্রয়োজনে তদন্তকারীরা ওই দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন।
  • Link to this news (বর্তমান)