নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার সকল জেলাশাসকদের নবান্নে ডেকে পাঠানো হল। সাধারণত জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব বা অন্যান্য শীর্ষকর্তারা। তবে এদিন দুপুর ১২.৩০ নাগাদ তাঁদের সকলকে মুখ্যসচিবের কনফারেন্স হলে উপস্থিত হতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, এই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রীও। জরুরি ভিত্তিতে ডাকা এই বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এসআইআর নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের সঙ্গে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের ভ্রুকুটিও। আবার ২ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘আমার পাড়া, আমার সমাধান’ শিবির। পাশাপাশি অন্যান্য প্রকল্প নিয়েও আলোচনা হবে এই বৈঠকে বলে মনে করা হচ্ছে।