নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভয়াবহ আগুনে পুড়ে ছারখার হয়ে গেল ই এম বাইপাসের ধাপা বাসস্ট্যান্ড সংলগ্ন একাধিক প্লাস্টিকের গুদাম। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের ছ’টি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় ওই আগুনকে নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশে ঝুপড়ি থাকায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে, আগুন ছড়ায়নি। ফলে, বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
এদিন দুপুরে ই এম বাইপাস লাগোয়া রাজারঘাট নতুনপাড়া এলাকায় প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। পাশাপাশি থাকা তিনটি গুদামে প্লাস্টিক মজুত করা ছিল। ফলে, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। বস্তি এলাকার মধ্যে এই গুদামগুলি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে, স্থানীয় বাসিন্দা ও দমকলের তৎপরতায় এ যাত্রায় রক্ষা মিলেছে।
স্থানীয় ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, কয়েক দশক ধরে ওখানে এই গুদামগুলি রয়েছে। কোনও ঝুপড়িতে আগুন ধরেনি। দমকলের কর্মীরা দ্রুত আগুন নিভিয়েছেন। স্থানীয় বাসিন্দারও আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল কর্মীদের বক্তব্য, প্লাস্টিকের গুদামে কোনওভাবে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন নিমেষে তা পাশের গুদামে ছড়িয়ে পড়ে।