নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শেয়ার মার্কেটে লগ্নি করলে মোটা টাকা লাভ করা যাবে। এমন প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। বুধবার এনিয়ে হালিশহর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল রায়ের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন প্রতারিতরা। যাদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, উজ্জ্বলের সঙ্গে আরও দু’জন পার্টনার ছিলেন। শেয়ার মার্কেটে লগ্নির নাম করে তাঁরা বহু মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। কিন্তু বিগত এক বছর ধরে টাকা ফেরত দেওয়ার নামে নানান টানবাহানা করছিলেন তাঁরা। টাকা ফেরতের একের পর এক তারিখও দেওয়া হয়েছিল লগ্নিকারীদের। কিন্তু প্রতিশ্রুতি মতো টাকা না পাওয়ায় বাধ্য হয়ে বিক্ষোভ দেখান প্রতারিতরা। তাঁদের মধ্যে কয়েকজন থানায় অভিযোগ করেছেন বলেও জানা গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্তর পরিবারের তরফে জানানো হয়েছে, কোম্পানিতে উজ্জ্বল শুধুমাত্র মার্কেটিংয়ের দায়িত্ব ছিলেন। তাঁর কোনও মালিকানা ছিল না। তিনি নিজের অ্যাকাউন্টে টাকাও নেননি। তিনিও প্রতারিত হয়েছেন। উজ্জ্বলও বিক্ষোভকারীদের জানিয়েছেন, তিনি কিছুই জানতেন না। তিনিও প্রতারিত হয়েছেন।