সংবাদদাতা, কাকদ্বীপ: পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার ঢোলাহাট থানা এলাকায়। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকাটি। অভিভাবকরা স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে ওই ছাত্রীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিস তদন্ত শুরু করেছে। অভিযোগ, ওই থানা এলাকার একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অভব্য ব্যবহার করছিলেন। অভিভাবকরা বিষয়টি শুনলেও প্রতিবাদ করার সুযোগ পাচ্ছিলেন না। এদিন ফের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশ্লীল ব্যবহারের অভিযোগ ওঠে। এই ঘটনা জানাজানি হতেই অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ওই শিক্ষককে এই স্কুলে রাখা যাবে না।