নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লি থেকে বাংলার ছ’জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠানো সংক্রান্ত মামলায়, নির্দেশ সত্ত্বেও নথি দিতে না পারায় কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় আইনজীবীর বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। দিল্লি থেকে আসা অফিসারেরা সমস্ত নথি নিয়ে দিল্লি ফিরে গিয়েছেন বলে আদালতকে জানান কেন্দ্রের আইনজীবী। তাতেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি।