• ৩৭ মেডিক্যাল কলেজকে শোকজ
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকবল ও পরিকাঠামোর অভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩৪টি এবং ২০২৫-২৬ তথা চলতি শিক্ষাবর্ষে বাংলার ৩৭টি মেডিক্যাল কলেজকে শোকজের নোটিস পাঠানো হয়েছে। এসব সমস্যার জন্য গত দু’বছরে ২৬টি পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারি আসন কমেছে রাজ্যে। মঙ্গলবার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে রাজ্যসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনি জানান, এনএমসি’র তথ্য অনুযায়ী এসব খামতির জন্য ২০২৪-২৫ সালে আর্থিক জরিমানা করা হয়েছিল বাংলার সরকারি ও প্রাইভেট মেডিক্যাল কলেজগুলিকে। চলতি শিক্ষাবর্ষে শোকজের জবাবে রা঩জ্যের উত্তরের পরিপ্রেক্ষিতেই এমবিবিএস পঠনপাঠনে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত দু’বছরে কোন কোন মেডিক্যাল কলেজের কী কী এমডি-এমএস আসন কমেছে, সেই খতিয়ানও তুলে ধরেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। সেগুলি হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ (অ্যানাসথেশিয়া ২টি, জেনারেল মেডিসিন ১টি, জেনারেল সার্জারি ৩টি এবং পেডিয়াট্রিকসে ১টি আসন কমেছে), মেদিনীপুর মেডিক্যাল কলেজ (অ্যানাসথেশিয়ায় ১টি, মেডিসিনে ৪টি আসন কমেছে), বর্ধমান (ডার্মাটোলজিতে ১টি, সার্জারিতে ২টি), পিজি (জেনারেল মেডিসিন ১টি এবং সার্জারিতে ২টি), এনআরএস (মেডিসিন ২টি), আর জি কর (গাইনিতে ৩টি, রেসপিরেটরি মেডিসিনে ২) এবং কলকাতা মেডিক্যাল কলেজ (রেসপিরেটরি মেডিসিনে ১টি আসন কমেছে)।
  • Link to this news (বর্তমান)