কোন সাহসে প্রেম? খাস কলকাতায় বন্দুক হাতে মেয়ের প্রেমিকের বাড়িতে হানা বাবার!
প্রতিদিন | ৩১ জুলাই ২০২৫
অর্ণব আইচ: মেয়ের সঙ্গে প্রেম? কোন সাহসে? খুনই করে ফেলব। মেয়ের প্রেমিকের বাড়িতে গিয়ে রিভলভার দেখিয়ে খুনের হুমকি ‘ভিলেন’ বাবার। কিন্তু বাদ সাধল সেই প্রেমিকের মায়ের চিৎকার। গৃহবধূর সেই চিৎকার শুনেই ওই ব্যক্তিকে তাড়া করল কর্তব্যরত পুলিশ। প্রায় একশো মিটার তাড়া করে গৃহবধূর ছেলের প্রেমিকার বাবাকে আগ্নেয়াস্ত্র ও বুলেট-সহ গ্রেপ্তার করলেন পূর্ব কলকাতার ট্যাংরা থানার আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম ভোলানাথ কর। এন্টালির পটারি রোডের বাসিন্দা সে। তার মেয়ের সঙ্গে কয়েক মাস আগে পরিচয় হয় ট্যাংরার শীল লেনের বাসিন্দা এক তরুণের। দু’জনের মধ্যে প্রেম জমে ওঠে। কিন্তু চাপা থাকে না ওই ‘প্রেম কাহিনি’। বাড়িতে কিছু না জানিয়ে মেয়ে প্রেম করছে, তা জানতে পেরেই প্রথমে বাবা চোটপাট করে মেয়ের উপর। বাড়িতে এক প্রস্থ কান্নাকাটির পর মেয়ের প্রেমিকের উপর যত রাগ গিয়ে পড়ে ‘ভিলেন বাবা’র। এলাকায় গুন্ডামির জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির বদনাম ছিল ভোলানাথের। তাই মঙ্গলবার বেশি রাতে রিভলভারে বুলেট ভরে বাবা শোধ তুলতে রওনা দেয় শীল লেনে। গভীর রাতে মেয়ের প্রেমিকের বাড়ির দরজায় ধাক্কা বাবার। পরিবারের লোকেরা দরজা খুলতেই ভিতরে ঢুকে পড়ে ওই ব্যক্তি।
পকেট থেকে রিভলভার বের করে বাড়ির গৃহবধূকে বলে, কোন সাহসে তাঁর ছেলে তার মেয়ের সঙ্গে প্রেম করছে? তাঁর ছেলেকে গুলি করে খুনের হুমকিও দেয় সে। তার সঙ্গে চলে গালিগালাজ। মহিলা ও তঁার ছেলে প্রথমে প্রতিবাদ করে ওঠেন। কিন্তু তাতে ভয় দেখানো বেড়েই চলে। আর তার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই গৃহবধূ। তিনি চিৎকার করতে শুরু করেন। বেগতিক বুঝে পিছু হটে বাড়ি থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে যায় ওই ব্যক্তিটি। চিৎকার করেই তাকে তাড়া করেন গৃহবধূ। কাছেই গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন ট্যাংরা থানার আধিকারিকরা। মহিলাকে ওই ব্যক্তির পিছনে দৌড়তে দেখে পুলিশ তাকে তাড়া করে। অন্তত ১০০ মিটার তাড়া করে ভোলানাথকে পুলিশ ধরে ফেলে। তাকে জেরা করে কোথা থেকে সে অস্ত্র পেল, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।