দু’দিন ধরে নিখোঁজ থাকার পরে উদ্ধার হলো কিশোরের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কুন্দখালি গ্রামে। স্থানীয় সূত্রের খবর, গ্রামের একটি ফাঁকা বাড়ির ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ওই বাড়িতে কেউ থাকত না। বুধবার সকালে এক প্রতিবেশী কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পান। এর পরে এলাকাবাসী সেখানে ছুটে আসে। খবর দেওয়া হয় তার পরিবারকে।
ভারতের উপর ট্রাম্পের আমেরিকা ২৫% শুল্ক ঘোষণা করতেই, ধাক্কা শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজারের শুরুতেই এক ধাক্কায় ৫০০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। নিফটি ৫০-ও ২৫ হাজারের নীচেই রয়েছে, দিনের শুরুতেই পড়ে গিয়েছে প্রায় ১৫০ পয়েন্ট।
সাত সকালে চাঁদনি চক স্টেশনে মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে শহিদ ক্ষুদিরামগামী মেট্রোটি চাঁদনি চক স্টেশনে আসতেই দেখা যায় মেট্রোর একটি রেকের নীচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পরেই যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে মেট্রোর যে নির্ধারিত সময়ে দেখানো হয় তার অনেক পরে মেট্রো ঢুকছে বলে জানা গিয়েছে।
বিহারের জামুইয়ে সড়ক দুর্ঘটনায় তিন ইঞ্জনিয়ারিং পড়ুয়ার মৃত্যু। বৃহস্পতিবার ভোরে জামুই-লখিসরাই রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। লখিসরাই ইঞ্জিনিয়ারিং কলেজের তিন ছাত্র অটোরিকশায় চেপে জামুই স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন। মানঝাওয়া গ্রামের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন। মৃত ছাত্রদের নাম সরোজ কুমার, সাহিল কুমার এবং পঙ্কজ কুমার।
ঘটনার ১৭ বছর পরে আজ, বৃহস্পতিবার মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করবে মুম্বইয়ের বিশেষ আদালত। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের ভিকু চকের বিস্ফোরণে ৬ জন নিহত হন, জখম হন ১০১ জন। IED রাখা হয়েছিল মোটরবাইকে। মুসলিম অধ্যুষিত এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তদন্ত প্রথমে শুরু করেছিল মহারাষ্ট্রের অ্য়ান্টি টেররিস্ট স্কোয়াড। পরে তদন্তের ভার নেয় NIA। তদন্ততকারী সংস্থার মূল যুক্তি ছিল, বিস্ফোরণে ব্যবহৃত RDX পাওয়া গিয়েছিল অন্যতম অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতের দেওলালির বাড়িতে। কর্নেল পুরোহিতই দেখিয়ে দিয়েছিলেন কী ভাবে বোমা তৈরি করতে হবে।
মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারক এ কে লাহোটি রায় ঘোষণা করবেন। মামলার সাত অভিযুক্তদের মধ্য়ে রয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা ঠাকুর। অন্য ছয় অভিযুক্ত হলেন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রহিরকর, সুধাকর দাস দ্বিবেদী ওরফে শঙ্করাচার্য এবং সমীর কুলকার্নি। বিস্ফোরণে ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ছিল প্রজ্ঞা ঠাকুরের নামে। প্রাক্তন সাংসদ অবশ্য এখন জামিনে মুক্ত।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসবেন। আজ বিকেল ৫টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বালুরঘাট শহর জুড়ে গবাদি পশু বিচরণ করছে। শহরের ব্যস্ততম রাস্তায় এ ভাবে গবাদি পশু ঘুরে বেড়ানোয় দিন দিন বাড়ছে যানজট। সম্প্রতি বেশ কয়েকবার গোরু ও ষাঁড়ের গুঁতোয় অনেকে জখম হয়েছেন। অভিযোগ, মালিকদের বারবার সর্তক করার পরেও কোনও কাজ হয়নি। এমন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো গবাদিপশুর মালিকদের ধরপাকড় শুরু করল বালুরঘাট পুরসভা প্রশাসন। বুধবার গভীর রাত পর্যন্ত বালুরঘাট শহর জুড়ে চলে এই অভিযান। সেখানে হাজির ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র-সহ পুরসভার অন্যান্য জনপ্রতিনিধি এবং কর্মীরা।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।