• কমছে সর্বনিম্ন তাপমাত্রা! ফের শহরে বৃষ্টির পূর্বাভাস
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা। শহরের উপর পুরোদমে সক্রিয় বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টাতেও আকাশ থাকবে মেঘলা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাতও হতে পারে।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে। গতকাল, শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি , যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম।বৃষ্টির জেরে শহর কিছুটা স্বস্তি পেলেও আর্দ্রতার মাত্রা রীতিমতো অস্বস্তিকরই রয়েছে। বুধবার সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৯৪ শতাংশ, যার ফলে ঘাম এবং ভ্যাপসা পরিস্থিতি অব্যাহত।
  • Link to this news (বর্তমান)