• SSKM হাসপাতালে আগুন, তীব্র আতঙ্ক রোগীদের মধ্যে
    এই সময় | ৩১ জুলাই ২০২৫
  • Big Breaking: SSKM হাসপাতালে আগুন। তীব্র আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে। জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। হাসপাতালের ফায়ার ব্রিগেডই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন খুব বেশি ছড়াতে পারেনি।

    এসএসকেএম হাসপাতালের ইমারজেন্সি বিভাগের সামনে যে ডিসপ্লে বোর্ড রয়েছে, সেখানে আগুন লাগে বলে খবর। শহরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সেই সময়েই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। এসএসকেএম-এর ইমার্জেন্সির সামনে যেখানে আগুন লেগেছিল, সেখানকার সামনে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। তার সামনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। ইমার্জেন্সির সামনে সবসময়ে ভিড় থাকে। সেখানেই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বেড টিকিট কাটতে হয়। সেই কাউন্টারে দীর্ঘ লাইন থাকে। ফলে ছোট অগ্নিকাণ্ড হলেও আতঙ্ক ছড়িয়ে পড়া স্বাভাবিক। তাছাড়া এসএসকেএম-এর একেবারে উল্টোদিকে রয়েছে একটি স্কুল।

    এর আগে এসএসকেএম হাসপাতালে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ২০২২ সালের নভেম্বরের এক রাতে ইমার্জেন্সি বিল্ডিংয়ের পিছনের দিকে আগুন লেগেছিল। ওই বিল্ডিংয়ের দোতলায় সিটি স্ক্যান বিভাগে আগুন লেগেছিল। ওই ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরিষেবা। তার আগে ২০১৬ সালের নভেম্বরেও বড়সড় আগুন লেগেছিল এসএসকেএম হাসপাতালে।

  • Link to this news (এই সময়)