• ডাইনিং টেবিল থেকে পড়ে একরত্তির মৃত্যু, মর্মান্তিক ঘটনা গিরিশ পার্কে
    এই সময় | ৩১ জুলাই ২০২৫
  • মর্মান্তিক পরিণতি একরত্তির। ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু হলো ১ বছর ১০ মাসের শিশুর। কলকাতার গিরিশ পার্কের ১০ নম্বর মদন চ্যাটার্জি লেনের ঘটনা। বুধবার সন্ধ্যায় ঘরে খেলছিল ওই শিশু। পরিবারের সদস্যরাও ঘরেই ছিলেন।

    পরিবার সূত্রে খবর, শিশুটি খেলছিল। কোনও ভাবে চেয়ারে উঠে পড়ে সে। সেখান থেকেই উঠে পড়ে ডাইনিং টেবিলে। নজরে আসেনি কারও। আচমকাই জোর শব্দ। একবার চিৎকার করে ওঠে শিশুটি। তার পরে চুপচাপ। ছুটে আসেন বাড়ির সকলে।

    তড়িঘড়ি তাকে নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ইন কলকাতায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গিরিশ পার্ক থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)