• ভাগ্য বদলে দেবে অষ্টধাতুর একটা আংটিই, আদালতের সামনে দেদার বিক্রি তাবিজ-কবজ, শিকড়বাকড়
    এই সময় | ৩১ জুলাই ২০২৫
  • ভাগ্য মুঠোয় আনতে কে না চায়। আর তার জন্যে মাদুলি, আংটি, তাবিজ-কবজ, গাছের শিকড়বাকড়ে ভরসা রাখা মানুষের সংখ্যাও নেহাত কম নয়। আর আদালতে যদি কেউ আসে, তার মানে, যাবতীয় ঝুটঝামেলা থেকে মুক্তি পাওয়াই তার লক্ষ্য। ফলে আদালত চত্বরে অষ্টধাতুর আংটি, শিকড়ের ব্যবসা করলে মন্দ হয় না। হলদিয়া মহকুমা আদালতের সামনে ‘কবিরাজ’ গুলামলাল শ্রীবাস্তবদের ব্যবসা তাই জমে উঠেছে।

    মামলা মোকদ্দমায় ফালা ফালা কেউ, কেউ আবার ফেঁসে গিয়েছেন ঝুটা কেসে। কারও আবার দাবি, এই সবের ঝামেলায় পড়ে শরীর একেবারে কাহিল। বাসা বাঁধছে নানা রোগ। সকলেই চাইছেন গ্রহের ফের কাটুক। একটা মিরাকল হোক।

    সেই মিরাকলের লোভেই কেউ কিনছেন অষ্টধাতুর আংটি, কেউ কিনছেন নবগ্রহের আংটি। দাম ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। যদি দোকানি শ্রীবাস্তব বলছেন, আগের মতো এখন আর বিকিকিনি হয় না। দুর্গাচকের বাসিন্দা তিনি। আগে তাঁর বাবা বসতেন দোকানে। এখন তিনিই সামলান।

    মামলায় ডুবে নিয়মিত আদালতে যাতায়াতে মনের জোর হারান অনেকেই। মানসিক অবসাদও ঘিরে ধরে অনেককে। অনেকেরই দুর্বল মনে ভরসা জোগায় এ সব জিনিস। যদিও বিজ্ঞানমঞ্চের সদস্যরা বলছেন, কর্ম, অধ্যাবসায়েই বদল আসে ভাগ্যের। এর বাইরে বাকি সবই কুসংস্কার।

  • Link to this news (এই সময়)