• পেনশন তুলে বাজার করতে গিয়ে বিপত্তি, ১১ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধা
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: পোষ্ট অফিস থেকে পেনশনের টাকা তুলে বাজার করতে গিয়ে মহা মুশকিলে বৃদ্ধা। তাঁর কাছ থেকে গায়েব হয়ে গেল ১১ হাজার টাকা। ঘটনায় মাথায় হাত পড়েছে বৃদ্ধার। ময়নাগুড়ি শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বৃদ্ধার দাবি, পেনশনের টাকায় তাঁর সংসার চলে। বৃহস্পতিবার পোস্ট অফিস থেকে ১১ হাজার টাকা তুলে তিনি বাজারে যাচ্ছিলেন। টোটো করে যাওয়ার সেই সময় পোস্ট অফিস থেকে কিছুটা দূরেই দুজন মহিলা টোটোতে ওঠে। এক শিশুও ছিল তাঁদের কোলে। বৃদ্ধার অভিযোগ, তারাই টাকা ব্যাগ থেকে  চুরি করেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)