পহেলগাঁও হামলায় ব্যবহার হয়েছে আপনার সিম! ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে বিপুল ক্ষতি জলপাইগুড়ির বাসিন্দার
বর্তমান | ৩১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে সামনে রেখে ডিজিটাল অ্যারেস্ট। প্রতারকদের নয়া ছকে চোখ কপালে পুলিসেরও! ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ পেতে জলপাইগুড়ি শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে প্রতারকরা। তবে ইতিমধ্যেই সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করল জলপাইগুড়ি সাইবার পুলিস। কম্বোডিয়ায় বসে প্রতারণা হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ পুলিসের।জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ির সেনপাড়ার বাসিন্দা ঝন্টু বসুকে মহারাষ্ট্র পুলিসের নাম করে ভিডিও কল করে প্রতারকরা। অভিযোগ করা হয় পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা তাঁর সিম ব্যবহার করেছে! এমনকী যে কোনও সময় তাঁর উপর হামলা হতে পারে বা তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলেও ভয় দেখায় প্রতারকরা। বলা হয়, এর থেকে বাঁচতে গেলে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। না হলে ঘর থেকে বের হওয়া যাবে না। দুঘণ্টা অন্তর মেসেজ করে জানাতে হবে তিনি সুরক্ষিত আছেন কি না।বিষয়টিতে অত্যন্ত আতঙ্কিত হয়ে ১৫ লক্ষ টাকা একটি অ্যাকাউন্টে পাঠান ওই ব্যবসায়ী। পরে আরও টাকা চাওয়া হয়। অবশেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যবসায়ী জলপাইগুড়ি সাইবার পুলিসের দ্বারস্থ হন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, রাজস্থানের একটি অ্যাকাউন্টে ওই টাকা ঢুকেছে। ১৫ লক্ষের মধ্যে সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করে আজ ওই ব্যবসায়ীর হাতে তুলে দিল পুলিস।