• ময়নাগুড়িতে দ্বিগুণ পরিমাণে ইউরিয়া বিক্রি, রহস্যের হদিশ পেতে সার ব্যবসায়ীদের শোকজ
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: এক বছরেই ইউরিয়া বিক্রির পরিমাণ দ্বিগুণ। ঘটনায় নড়েচড়ে বসল কৃষি দপ্তর। ময়নাগুড়িতে ২০২৪ সালের মার্চ, এপ্রিল, মে মাসের তুলনায় দ্বিগুণ ইউরিয়া বিক্রয় হয়েছে চলতি বছরের এই তিন মাসে। কিন্তু এত ইউরিয়া কোথায় বিক্রি হল? জানতে চেয়ে  ময়নাগুড়ি ব্লকের ১৭ জন সার ব্যবসায়ীকে শোকজ করলো ময়নাগুড়ি কৃষি দপ্তর। প্রত্যেককে সাতদিন করে সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কৃষি দপ্তরের আধিকারিক কমলেশ বর্মন বলেন, “ইউরিয়াতে সরকারের ভর্তুকি থাকে। সেটা কৃষকেরা কি সঠিকভাবে পেয়েছে? সেটাই আমরা জানার চেষ্টা করছি। কারণ ইন্ডাস্ট্রিতেও কিন্তু ইউরিয়া ব্যবহার।  এত ইউরিয়া কীভাবে বিক্রি হল, তা জানতেই ব্যবসায়ীদের শোকজ করা হয়েছে। পাশাপাশি ময়নাগুড়িতে সারের দাম বিক্রয়ের অভিযোগ উঠেছে। কৃষকদের ডেকে সেই ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে সেটা ফেরত দেওয়া হয়েছে। লাগাতার ময়নাগুড়িতে অভিযান চলছে।” জানা গিয়েছে, এক বস্তা ইউরিয়ার দাম রয়েছে ২৬৬.৫০ টাকা। তবে অভিযোগ, কৃষকদের কাছ থেকে কিছু অসাধু ব্যবসায়ী এক বস্তা ইউরিয়া ২৯০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করছে। সেই অতিরিক্ত টাকাই ফেরত দেওয়া হয়েছে কৃষকদের। এক বস্তায় ৪৫ কেজি ইউরিয়া থাকে বলে জানিয়েছেন এক আধিকারিক।
  • Link to this news (বর্তমান)