• ঘুমিয়ে ছিলেন বাসিন্দারা, শহরে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন ব্রিটিশ আমলের বিল্ডিং
    বর্তমান | ৩১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষামুখর কলকাতায় ফের ভাঙল বাড়ি। এবার রিজেন্ট পার্ক থানা এলাকায় ভেঙে পড়েছে একটি বাড়ির একাংশ। বৃহস্পতিবার দাসানি স্টুডিও-এর পাশে, ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিংয়ের সামনের দিকের কিছুটা অংশ ভেঙে পড়ে। বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে কিছু ভবঘুরে মানুষ থাকতেন বলে জানা গিয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।পুলিশ সূত্রে খবর, একটানা প্রবল বর্ষণের জেরেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। ৫০ বছর ধরে প্রায় ছয়টি পরিবার এখানে থাকত। পুরসভার নোটিস দেওয়া সত্ত্বেও তাঁদের যাওয়ার জায়গা না থাকায় এখানেই তারা বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ পরিবারের লোকজন যখন ঘুমোচ্ছিল, তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি এবং পুনর্বাসন করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)