নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কুন্দখালি গ্রামে। মৃত কিশোরের বয়স মাত্র ১৬ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক ফাঁকা বাড়ির ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ওই বাড়িতে কেউ থাকত না। বুধবার সকালে এক প্রতিবেশী কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার করে উঠলে এলাকাবাসী ছুটে আসে। খবর দেওয়া হয় তার পরিবারকে।তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে জয়নগর কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।কিশোরের এই রহস্যমৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, কিশোরটির কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। তাহলে এমন পরিণতি কেন—তা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিস ওই ফাঁকা বাড়িটিও ঘিরে রেখেছে।