• দুর্গাপুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা সরকারি অনুদান ঘোষণা মমতার
    এই সময় | ৩১ জুলাই ২০২৫
  • দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুজো কমিটিগুলোকে এ বছর ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। আগামী ৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠান করা হবে। এছাড়াও বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য সরকারি ফি মকুব করা হচ্ছে।

    ২০১৮ সাল থেকে রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথম বছর ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। ২০১৯ সালে সেটাকে একধাক্কায় বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। এর পরে সেই অনুদানের পরিমাণ প্রতি বছরেই বাড়তে থাকে। সর্বশেষ গত বছর জুলাইয়ে পুজো কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, আগামী বছর থেকে পুজো কমিটিগুলোকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।

    যদিও রাজ্য সরকারের পুজোর অনুদান নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। হাই কোর্টের নির্দেশ রয়েছে, সরকারের অনুদানের অর্থ প্রতিমা কেনা, দশকর্মার জিনিস, ঢাকি বা পুরোহিতকে দক্ষিণা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পুজো কমিটিগুলোকে ওই টাকা সাধারণ মানুষের স্বার্থে কোনও সামাজিক কাজে ব্যবহার করতে হবে।

    এ দিনের বৈঠকে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স, ড্রোনে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় এড়াতে পৃথক এন্ট্রি ও এক্সিট গেট করার নির্দেশ দেওয়া হয়েছে। পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের জন্য ‘কী করবেন, কী করবেন না’ ব্যানার দেওয়ার কথাও জানানো হয়। পুজোর দিনগুলিতে কলকাতার মেট্রোর সংখ্যা বাড়ানোর ব্যাপারে মুখ্যসচিবকে আলোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)