• আত্রেয়ী খাঁড়িতে জল বাড়ায় ভাঙন, আতঙ্কে বালুরঘাট শহর
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়েছে বালুরঘাট শহরের মধ্য দিয়ে প্রবাহিত আত্রেয়ী খাঁড়িতে। জল নিয়ন্ত্রণে রাখতে শহরের আন্দোলন সেতু সংলগ্ন স্লুইস গেট খুলে দেয় সেচ দপ্তর। আর সেই জলছাড়াই রীতিমতো বিপদ ডেকে আনল শহরের ১২ নম্বর ওয়ার্ডের সদরঘাট কলোনি এলাকায়। খাঁড়ির দু’পারে দেখা দিয়েছে তীব্র ভাঙন, যার জেরে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশঙ্কায় রয়েছে আরও বহু পরিবার।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার রাত থেকে তারা বারবার কাউন্সিলর ও পুরসভা প্রশাসনকে জানালেও কোনও মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আতঙ্কে রাতভর বিনিদ্রা অবস্থায় কেটেছে এলাকাবাসীর। ইতিমধ্যেই কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবার স্থানীয় ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে আশ্রয় নিয়েছে। আত্রেয়ী খাঁড়ি জল আত্রেয়ী নদীতে গিয়ে পড়ে৷ এদিকে খাঁড়ি জল নিয়ন্ত্রণে রাখতে আন্দোলন সেতুর পাশে বসানো হয়েছে স্লুইস গেট। যা দিয়ে প্রয়োজনে জল ছাড়া বা আটকানো হয়। কয়েক দিনের টানা বর্ষণে খাঁড়ির জল বেড়ে যাওয়ায় আশপাশের নিচু এলাকাগুলিতে জল ঢুকে পড়ে। বিশেষ করে শহরের গীতাঞ্জলি পাড়ায় জল ঢোকার কারণে স্থানীয় বাসিন্দারা রাতেই সেচ দপ্তরকে স্লুইস গেট খুলতে বাধ্য করেন।

    স্লুইস গেট খুলতেই জলের প্রবল স্রোত সদরঘাট কলোনির দিকে ধেয়ে আসে। শুরু হয় ভাঙন। এলাকায় প্রায় ২০-২৫টি পরিবার বিপদের মুখে পড়েছেন। খাঁড়ি ভাঙন রুখয়ে পাথর দিয়ে পার বাধার দাবি জানিয়েছেন স্থানীয়রা৷ স্থানীয় বাসিন্দারা রাতেই ভাঙন রুখতে বাধা দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু কোনও লাভ হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, দুই পাড়ার মধ্যে বচসার পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ক্ষোভে ফুঁসছে সদরঘাট কলোনির বাসিন্দারা।

    তাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখনই ভাঙন রোধে জরুরি ব্যবস্থা না নিলে আরও বাড়িঘর ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা। এলাকাবাসীর একটাই দাবি খাঁড়ি পার রক্ষায় অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিক বালুরঘাট পুরসভা ও সেচ দপ্তর।

  • Link to this news (এই সময়)