• পুনেতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, বাংলা বলায় খুন? সন্দেহ বিধায়কের, পুলিসের দ্বারস্থ পরিবার, তদন্তের দাবি
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মহারাষ্ট্রে কাজে যাওয়া জলপাইগুড়ির রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। মোবাইলে এল রক্তমাখা দেহের ছবি! যে ছবি দেখে মৃতের পরিবারের দাবি, দীপু দাস (২৮) নামে ওই শ্রমিকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী ধারাল অস্ত্রের দাগ রয়েছে তাঁর গলায়। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে এলাকায়। বাংলা বলায় বিজেপি নেতৃত্বাধীন সরকার শাসিত মহারাষ্ট্রে ওই শ্রমিককে পিটিয়ে খুন করা হতে পারে বলে সন্দেহপ্রকাশ করেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজ্যের পুলিস ও প্রশাসনের কর্তাদের সঙ্গে। পাশাপাশি তৃণমূলের রাজ্য নেতৃত্বকে গোটা ঘটনাটি জানিয়েছেন বিধায়ক। এদিকে, ঘটনায় তদন্তের দাবিতে পুলিসের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েতের আমগুড়ির বাসিন্দা দীপু। বিয়ে করেননি। বাড়িতে বৃদ্ধা মাকে রেখে তিনি মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের কাজে যান। আজ, বৃহস্পতিবার রাতে মৃতের ভাই অপু দাস বলেন, লিভারের অসুখে আক্রান্ত হয়ে গত সোমবার মা শীলা সরকার দাস মারা গিয়েছেন। এর পরদিনই পুনের এক ঠিকাদার, যার অধীনে দাদা কাজ করত তিনি ফোন করে জানান, দাদার দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে ভর্তি। কীভাবে দুর্ঘটনা তা নিয়ে কিছু বলা হয়নি। বুধবার জানানো হয়, দাদা মারা গিয়েছে। এরপর পুনে থেকে মোবাইলে পাঠানো দাদার রক্তমাখা ছবি দেখে আমাদের সন্দেহ হয়। দুর্ঘটনা ঘটলে হাত-পা ভাঙবে, মাথা ফাটবে। কিন্তু ছবি দেখে মনে হচ্ছে, দাদার গলায় ধারাল অস্ত্র চালানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)