দুর্গাপুজোর অনুদান বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার, সঙ্গে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
বর্তমান | ০১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘোষণা করেছিলেন এবছরে দুর্গাপুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থির অনুদান দেবেন। কিন্তু আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ঘোষণা করলেন চলতি বছরে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে ১লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। সঙ্গে একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো কমিটিগুলির বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য সরকারি ফি মকুব করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল।মুখ্যমন্ত্রী এদিন বেশি কিছু নির্দেশও দেন। তিনি বলেন, ‘কলকাতা পুলিস এবং রাজ্য পুলিসের মধ্যে যেন সমন্বয় থাকে। সব কন্ট্রোলরুমকে সারাক্ষণ সক্রিয় রাখতে হবে। ভিড় এড়াতে প্রবেশ এবং বেরোনোর আলাদা পথ রাখতে হবে। পুজোমণ্ডপে পাবলিক অ্যাড্রেসাল সিস্টেম যাতে থাকে, দেখতে হবে সেটাও। বিদেশিদের যাতে কোনও ভাবে সম্মানহানি না হয়। পরিবহণ দপ্তরকে বলব বেশি গাড়ি চালাতে, যাতে মানুষ সময়ে সময়ে গাড়ি পেতে পারেন, বাড়ি ফেরার জন্য। মেট্রো যাতে একটু বেশিক্ষণ চলে, সেই বিষয়ে আধিকারিকদের কথা বলতে বলব। লোকাল ট্রেনও যাতে পাওয়া যায় রাতে সেটা একটু দেখা উচিত। পুজোমণ্ডপগুলিতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে বলব। পদপিষ্টের ঘটনা যাতে না ঘটে, সেটাও দেখতে হবে। বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে।’