• টেকনেশিয়ান পরিচয়ে বিষ্ণুপুর হাসপাতালে লক্ষাধিক টাকার যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার সোনারপুরে
    প্রতিদিন | ০১ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ব্যুরো: নামী কোম্পানির টেকনেশিয়ান পরিচয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের লক্ষাধিক টাকার যন্ত্রাংশ চুরি। সেই ঘটনার তদন্তে নেমে চার মাসের মাথায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সোনারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। বৃহস্পতিবার তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

    ধৃতের নাম সমীর মণ্ডল। অভিযুক্ত সোনারপুরের বাসিন্দা। বিষ্ণুপুর থানা সোনারপুর থানার চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত এপ্রিল মাসের ১ তারিখ সমীর নিজেকে একটি নামী কোম্পানির টেকনিশিয়ান পরিচয় দিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যন্ত্রাংশ পরীক্ষা করার জন্য ঢোকে। তারপর লক্ষাধিক টাকার ল্যাপারোস্কোপিক যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যায় সে। থানায় অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

    তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুষ্কৃতীর নাম সমীর মণ্ডল। সে সোনারপুর এলাকার বাসিন্দা। কিন্তু তাকে বাগে পাচ্ছিলেন না তদন্তকারীরা। পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে বুধবার পুলিশের পাতা জালে পা দেয় সমীর। সোনারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তা র করে পুলিশ। তার বাড়ি থেকে বিষ্ণুপুর হাসপাতালের চুরি যাওয়া যন্ত্রগুলিও উদ্ধার হয়। পুলিশের একটি বিশেষ টিম বুধবার যন্ত্র-সহ অভিযুক্তকে বিষ্ণুপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। উঠে আসে আরও তথ্য। এই প্রথম একই ধরনের অপরাধ সে আগেও করেছে। কালনা এবং ডোমকল হাসপাতাল থেকেও এই ধরনের যন্ত্রপাতি চুরি করেছে অভিযুক্ত। সেগুলি পাচার করে দিতে পারলেও বিষ্ণুপুর হাসপাতাল থেকে চুরি করা যন্ত্রগুলি বিক্রি করতে পারেনি।

    অতিরিক্ত পুলিশ সুপার (গ্ৰামীণ) মাকসুদ হাসান বলেন, “গত ১ এপ্রিল সমীর মণ্ডলের নামে বিষ্ণুপুর হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তের সময় জানতে পারি কালনা এবং ডোমকল হাসপাতাল থেকেও এই ধরনের যন্ত্রপাতি চুরি করেছে। বুধবার সোনারপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)